চলচ্চিত্র জগতে সেরা চলচ্চিত্র বাছাই করাটা খুব সহজ নয়। তবুও দর্শক জনপ্রিয়তা, বক্স অফিসে আলোড়ন, চলচ্চিত্র বোদ্ধাদের সমালোচনা ইত্যাদি মিলিয়ে ৫টি সেরা ছবির চুম্বক অংশ তুলে ধরা হল জবান পাঠকদের জন্য।
ডানকার্ক: বেশিরভাগ যুদ্ধের ছবিই নির্মিত হয় বিজয়কে কেন্দ্র করে, কিন্তু ক্রিস্টোফার নোলান এর ‘ডানকার্ক’ এর কাহিনী এগিয়ে যায় বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে। দ্বিতীয় বিশযুদ্ধের সময় ডানকার্ক সৈকতে নাৎসি বাহিনীর কাছে আটকে পড়া সৈন্যদের উদ্ধারের কাহিনী নিয়ে মুভিটি নির্মিত হয়। ‘দ্যা ডার্ক নাইট’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপসন’ এর মত ব্যবসা সফল ছবির নির্মাতা নোলান এই মুভির মাধ্যমে যে বার্তাটি দিতে চেয়েছেন তা হল, ‘আপাতদৃষ্টিতে যুদ্ধ শেষ হওয়ার পরও যুদ্ধ চলমান থাকে’। টম হার্ডি, সিলিয়ান মারফির মত তারকারা অভিনয় করেছেন ‘ডানকার্ক’ মুভিতে।
বক্স অফিসে ব্যাপক সাফল্যের পাশাপাশি চলচিত্র সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন ইতিহাসের অন্যতম সেরা চলচিত্রকার নোলান।
গেট আউট: জর্ডান পেলে এই সময়ের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র মেটাফোর আকারে হাজির করেছেন ‘গেট আউট’ ছবিটিতে। বর্ণবৈষম্যের এই সমাজে একজন কালো মানুষের সাদা দুঃস্বপ্ন একটি পারিবারিক আবহের মাধ্যমে চিত্রায়িত করার মাধ্যমে চলচিত্রে অভিষেক ঘটিয়েছেন পেলে। ফেব্রুয়ারীতে মুক্তি পাওয়া এই ছবিটির আয় প্রায় ২৫৪ মিলিয়ন ডলার।
লেডি বার্ড: প্রত্যেকের জীবনেই কিছু স্বপ্ন থাকে। স্বপ্ন থাকে নিজের মত করে জীবনকে সাজানোর। কিন্তু সমাজ কাঠামোর কারণে সেই স্বপ্নটা আস্তে আস্তে বিলীন হয়ে যায় বেশির ভাগ সময়। তার পরও কিছু মানুষ এই ধ্যান ধারণার বাইরে এসে জীবনটাকে নিজের মত করে সাজিয়ে নেয়। কমেডি ড্রামা ঘরানার ‘লেডি বার্ড’ ছবিটি এই রকম একটি স্বাপ্নিক কিশোরীর জীবনকে কেন্দ্র করে এগিয়ে যায়। পরিচালক গ্রেটা গেরভিগ নির্মিত এই মুভিটির আইএমডিবি রেটিং ৮.৩।
নভেম্বরে মুক্তি পাওয়া ছবিটি মুক্তির পরপরই ব্যাপক দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও ভাল নাড়া দিয়েছে।
দ্য পোস্ট: স্টিভেন স্পিলবার্গের ছবি মানেই দর্শকপ্রিয়তা, বক্স অফিসে আলোড়ন এবং তারকার মিলনমেলা। ‘দ্য পোস্ট’ ছবিটিও এর ব্যতিক্রম নয়।বছরের শেষ দিকে (২২ডিসেম্বর) মুক্তি পাওয়া ছবিটিতে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ভূমিকা তুলে ধরা হয়েছে।ছবিটিতে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস এবং মেরিল স্ট্রিপ।
দ্যা ফ্লোরিডা প্রজেক্ট: নিউ ইয়র্ক টাইমস এর মতে, ‘দ্যা ফ্লোরিডা প্রজেক্ট’ ছবিটি আমেরিকান দারিদ্রতার বিরুদ্ধে এক ধরণের বিপ্লব। ‘স্টারলেট’ ছবির পরিচালক সিন বাকের নির্মিত এই ছবিটির আইএমডিবি রেটিং ৮.১।